• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শাহজালালে স্বর্ণসহ বেবিচক কর্মী ও যাত্রী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৮, ২১:৩২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ রিয়াদ ফেরত এক যাত্রী এবং সোনা পাচারে সহায়তাকারী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।

আটককৃতরা হলেন বেবিচকের নিরাপত্তাকর্মী মুহাম্মদ আবু তালেব ও যাত্রী মোহাম্মদ বাসেত।

--------------------------------------------------------
আরও পড়ুন: প্রিজন ভ্যান ভেঙে দুই নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি কর্মীরা
--------------------------------------------------------

মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা দুপুর থেকে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। রিয়াদ থেকে এসভি ৮০৮ ফ্লাইটে করে বাসেত ঢাকা পৌঁছান। ওই যাত্রী নামার সময় তাকে শনাক্ত করে অনুসরণ করা হয়। এক পর্যায়ে ওই যাত্রীকে ট্রানজিট পয়েন্টে নিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান বিমানবন্দরে কর্মরত একজনের কাছে সঙ্গে আনা ২১টি সোনার বার হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, যাত্রী বাসেতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে আগমনি হলের সিঁড়ির কাছ থেকে সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষী আবু তালেবকে আটক করা হয়। সিভিল এভিয়েশনের সিকিউরিটি পাস নিয়ে স্বর্ণ চোরাচালানে সহায়তা করছিলেন তিনি। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়, যা বলল বেবিচক
রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
কেন এত সোনা কিনছে চীন!
X
Fresh