• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিমানবন্দরে ড্রোনসহ আমেরিকার নাগরিক আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৬:৩৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর কাছ থেকে ড্রোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, আমেরিকার পাসপোর্টধারী ওই যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কির (২২)। সোমবার মধ্য রাতে বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ২৬ জানুয়ারি মার্ক ড্রোনটিসহ বিনা ঘোষণায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। মঙ্গলবার চায়না সাদার্ন এয়ারলাইনসের সিজেড ৩৯২ ফ্লাইটে তার গুয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। পরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ‘আমদানি নিয়ন্ত্রিত পণ্য’ ড্রোন আনায় নিরাপত্তার স্বার্থে তাকে আটক করা হয়।

মইনুল খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন। এতে ৯টি ক্যামেরা রয়েছে। তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির
হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু
X
Fresh