• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৮, ১২:০৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মো. সোবহান শেখ। তার বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সোবহান শেখ এমএইচ ১৯৬ ফ্লাইটে রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। এরপর তার গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে তার জুতা ও শরীর থেকে ৩ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা।

তিনি বলেন, সোবহান চলতি বছরের জানুয়ারি মাসে মালয়েশিয়া-ঢাকা রুটে তিন বার ও ২০১৭ সালে একই রুটে সাত বার যাতায়াত করেন। তিনি স্বর্ণ চোরাচালানের সক্রিয় সদস্য।