• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্মার্টফোনে ৫৫ লাখ টাকার স্বর্ণ!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৩

শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর দুইটি স্মার্টফোনের মধ্য থেকে এক কেজিরও বেশি পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার শুল্ক গোয়েন্দা বিভাগ এক যাত্রীর মোবাইল ফোনে বিশেষভাবে লুকায়িত ওই স্বর্ণ জব্দ করে।

এসময় ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, জব্দ করা মোট স্বর্ণের পরিমাণ এক কেজি ১৬০ গ্রাম। এই স্বর্ণ যাত্রীর কাছে থাকা দুইটি হুয়াওয়ে ব্যান্ড মোবাইল ফোনের মধ্যে লুকায়িত ছিল।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যাত্রীর নাম মোহাম্মাদ আবু তাহের। তার বয়স ৪৩ বছর। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

তবে বোর্ডিং পাস অনুযায়ী তার নাম মোহাম্মাদ আব্দুর রহিম, বোর্ডিং পাস নং: 9975312124851C1।

সূত্র আরো জানিয়েছে, ওই যাত্রী আজ সকাল ১২টা ১৫ মিনিটে BG 122 যোগে চট্টগ্রাম থেকে শাহজালালে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাকালে তার দুই মোবাইল ফোনের মধ্য থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

বিমানের ফ্লাইটটি মাস্কট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে।

ধারণা করা হচ্ছে, আকাশপথে মাস্কট থেকে আগত কোনো যাত্রী এই স্বর্ণ হস্তান্তর করেছে।

এ ব্যাপারে আটক হওয়া মোহাম্মদ আবু তাহেরকে শুল্ক আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
X
Fresh