• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাল্যবিয়ের চেষ্টায় বাবা-মা’র কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, বরিশাল

  ০৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৮

স্কুলপড়ুয়া মেয়েকে টাকার বিনিময়ে জোর করে বিয়ে দিতে চাওয়ায় বাবা-মা দু’জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইন এ দণ্ড দেন।

বরিশাল সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসরিন আক্তার জানান, নগরীর সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস(১৪) বিয়ে ঠেকাতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তা চায়। এক ট্রাক ড্রাইভারের সঙ্গে বিয়ের আয়োজন চলছিলো।

এরপর পুলিশ জান্নাতুলের বাবা জয়নাল মৃধা এবং মা জাহানুর বেগমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইন মেয়েটির বাবাকে ১৫ এবং মাকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন।

এম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh