• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে মাদকসহ পরিদর্শক গ্রেপ্তার

ভৈরব প্রতিনিধি

  ২৬ নভেম্বর ২০১৭, ২২:১৯

নিজ অফিসে অবৈধভাবে মাদকদ্রব্য রাখার দায়ে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কামনা শীষ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের আমলাপাড়ার অফিস থেকে অবৈধভাবে রাখা মাদকসহ তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক আনোয়ার হোসেন খানের নেতৃত্বে একটি টিম। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার দুপুরে কামনা শীষ সরকারকে কিশোরগঞ্জ জেলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভৈরব থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল অফিসে অভিযান চালান আনোয়ার হোসেন খান।

এসময় ওই অফিসে জব্দ তালিকায় না থাকা ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে জব্দ তালিকার বাইরে থাকা ওই মাদকদ্রব্য রাখার দায়ে তাকে আটক করা হয়।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
X
Fresh