• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উল্টোপথে গাড়ি, ২১১ মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৭, ১৫:০৮
ফাইল ছবি

রাজধানীতে উল্টোপথে গাড়ি চালানোর কারণে আজ রোববার ২১১টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে, উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বেআইনি। আর তাই উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৬৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন/এয়ারফোন ব্যবহার করায় ২১টি ভিডিও ও ২৩টি সরাসরি মামলা দেয়া হয়।

এছাড়া এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৫১টি মামলা ও ২১টি মোটরসাইকেল আটক করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাফিক সূত্রে জানা যায়।

উল্টোপথে গাড়ি চলাচল বন্ধে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে প্রতিদিন কয়েকশ গাড়ি আটক করে মামলা ঠুঁকে দিলেও থামছে না উল্টোপথে চলাচল। কঠোর অবস্থানের পরও উল্টোপথে যানবাহন চলছে অবিরাম!

উল্টোপথে গাড়ি চালানোর এ তালিকায় রয়েছেন সরকারের উঁচু পর্যায়ের ব্যক্তিবর্গও। রয়েছেন প্রতিমন্ত্রী, সচিব, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
গাড়ি মালিকদের জন্য সুখবর
X
Fresh