• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের জন্য চাঁদা তুলতে গিয়ে শ্রীঘরে 'ছাত্রলীগ নেতা'

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৬ অক্টোবর ২০১৭, ২১:৩৬

গাজীপরের টঙ্গীতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পরিচয়ে মো. আমিনুল ইসলাম ফারহানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার গাজীপুর মহানগর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. কাজী শাকির ও সহ-সভাপতি সানি খাঁন এ অভিযোগ করেন।

এসময় টঙ্গীর মধুমিতা এলাকায় ব্যবসায়ীদের নিকট থেকে রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী দানের নামে চাঁদা দাবি করার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ফারহান চাঁদপুর জেলার উত্তর মতলব থানার পূর্বলালপুর গ্রামের আলম ব্যপারীর ছেলে।

ছাত্রলীগের নেতা কাজী শাকির জানায়, গত কয়েকদিন যাবত টঙ্গীর বিভিন্ন এলাকায় ফারহান তার ভিজিটিং কার্ড দেখিয়ে রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী দানের নামে চাঁদা উত্তোলন করে আসছিল।

বৃহস্পতিবার মধুমিতা এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা ওঠানোর সময় ছাত্রলীগ নেতা কাজী শাকের ও সানি খাঁনসহ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাকের আরটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন যাবত ফারহান ছাত্রলীগের পরিচয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।

বৃহস্পতিবার চাঁদা ওঠানোর সময় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকবাল হোসেন পাঠান বলেন, সে আমাদের কেন্দ্রীয় কমিটির কেউ না।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফারহানের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বছর পর কমিটি পেল বাঙলা কলেজ ছাত্রলীগ
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা 
X
Fresh