• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিএনজি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০১৭, ১১:০০

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বাগানগেটের সামনে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি একটি সিএনজির মধ্যে ছিল।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ কিশোরীর মরদেহ উদ্ধার হয়। সিএনজির পেছনের সিটে মরদেহটির সন্ধান পান চালক।

ঢামেক মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চালক হোসেন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মিরপুর ১২ থেকে চিকিৎসার কথা বলে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত সিএনজি ভাড়া করে একজন পুরুষ ও একজন নারী। তারা তাকে জানায়, কিশোরী খুবই অসুস্থ, তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ঢামেক বাগানগেটের সামনে এসে ভাড়া পরিশোধ করতে গেলে টাকা ভাঙানোর নামে তারা উধাও হয়ে যায়।

চালক বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পান গাড়িতে থাকা কিশোরীর মুখ থেকে ফেনা বের হচ্ছে। পিছনের সিটে গোলাপি কালারের চাদর দিয়ে ঢাকা ছিল এ তরুণীর দেহ। অজ্ঞাত এ তরুণীর বয়স আনুমানিক ২১/২২ বছর।

চালক সঙ্গে সঙ্গে চাদরে পেছানো কিশোরীকে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh