• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের সামনেই ধরা হচ্ছে মা ইলিশ

শরীয়তপুর প্রতিনিধি

  ১৯ অক্টোবর ২০১৭, ২০:০২

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের পদ্মা নদীর দুলারচর পয়েন্টে পুলিশের পাহারায় মা ইলিশ শিকারের অভিযোগ পাওয়া গেছে।

সখিপুরের বকাউল কান্দি গ্রামের আলমগীর বেপারীসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে এসআই ফারুক শেখের নেতৃত্বে এএসআই মহসিনসহ কয়েকজন কনস্টেবল বকাউল কান্দি গ্রামের আলম চোকদারের একটি, মোহন খানের দুইটি ও খোকন সরদারের একটি নৌকা নিয়ে দুলারচরে মাছ শিকার করতে যান। হঠাৎ করে কোস্টগার্ডের সদস্যরা হাজির হন। তারা চলে গেলে আলম চোকদারের নৌকায় এএসআই মহসিন ও আরেকজন কনস্টেবলের উপস্থিতিতে আবারো মাছ শিকার করা হয়। এসময় বশির নামের এক গ্রাম্য ডাক্তারকে সাংবাদিকভেবে তারা মাছ শিকার বন্ধ করে ছুরিরচরের দিকে চলে যান।

হাসেম আলী নামের এক জেলে বলেন, মাছ ধরার জন্য পুলিশ কয়েকটি নৌকা চুক্তি করে নেয়। কোস্টগার্ডের সদস্যরা আসার আগে কিছু মাছ ধরতে পারলেও পরে আমরা আর মাছ ধরতে পারিনি।

বকাউল কান্দি গ্রামের সুফিয়া বেগম বলেন, পুলিশের নেতৃত্বে প্রতিদিনই পদ্মা নদীতে জেলেদের নিয়ে মা ইলিশ শিকার করা হয়। মাঝে মধ্যে বড় অফিসাররা আসলে বন্ধ থাকে। তারা চলে গেলে আবার মাছ শিকার শুরু হয়।

মানিক পেদা বলেন, প্রকাশ্যে সখিপুর থানার পুলিশের পাহারায় কিছু সংখ্যক জেলেরা মাছ ধরে পুলিশের পাহারায় বিক্রি করছে। তা না হলে কেউ মা ইলিশ ধরতে সাহস পেত না।

এ বিষয়ে জানতে চাইলে এসআই ফারুক শেখ বলেন, আমি কিছু জানি না। আমি ওই সময় নদীতে অভিযানে যাইনি।

সখিপুর থানার ওসি মো. মঞ্জুরুল হক আকন্দ বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি। প্রমাণ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
X
Fresh