• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিশু নির্যাতনকারী গৃহকর্তা গ্রেপ্তার

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫০

চাঁদপুরে ৯ বছরের শিশুকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগে করা মামলায় গৃহকর্তা ওমর ফারুককে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুরের পশ্চিম বুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত শিশুটি। বাড়ি যেতে চাওয়ায় তাকে নৃশংসভাবে নির্যাতন করে তারা। শিশুটি এখন হাসপাতালে চিকিৎ​সাধীন।

এই ঘটনায় শিশুটির প্রতিবেশী চাঁদপুর হাইমচরের শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে সন্ধ্যার পর জয়দেবপুর থানায় মামলা করেন। এতে ওমর ফারুক, তার স্ত্রী মনি বেগম ও তাকে কাজ দিতে নিয়ে যাওয়া মোস্তফা সরদারকে আসামি করা হয়।

ওমর ফারুককে গ্রেপ্তার করে জয়দেবপুর ও চাঁদপুর পুলিশের একটি যৌথ দল।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানালেন, শিশু নির্যাতন দমন আইনে মামলাটি হয়। ওমর ফারুককে থানায় রাখা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমরের স্ত্রী মনি বেগম পালিয়ে যায়। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, বিকেলে পুলিশ সুপারের নির্দেশে শিশুটিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh