• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

উখিয়ায় বিবস্ত্র ক্ষতবিক্ষত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

  ০৮ অক্টোবর ২০১৭, ০৯:১৪

কক্সবাজারের উখিয়ায় বস্তাবন্দী বিবস্ত্র ও ক্ষতবিক্ষত এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুতুপালং রোহিঙ্গা বস্তি সংলগ্ন তেলীপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আরটিভি অনলাইনকে জানান,

মরদেহটির জিহ্বা কাটা, পুরুষাঙ্গ বিচ্ছিন্নসহ বিভিন্ন অংশে কাটা ও জখমের চিহ্ন রয়েছে।

মরদেহটি বিকেল সাড়ে ৫ টার দিকে তেলীপাড়া লাগোয়া কুতুপালং রোহিঙ্গা বস্তির পশ্চিম দিক থেকে পুর্ব-দক্ষিণের দিকে ভেসে আসে।

পরে পুলিশে খবর দেয়া হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী আবদুর রহমান ও পালংখালী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোনালী আরটিভি অনলাইনকে জানান।

মরদেহটি উদ্ধার পূর্বক উখিয়া থানায় নিয়ে আসার সত্যতা স্বীকার করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের।

তিনি আরো জানান, মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নিরাপত্তা জোরদার
কক্সবাজারে পর্যটকের ঢল, তিলধারণের ঠাঁই নেই
X
Fresh