• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টঙ্গীতে কারখানায় আগুন

মালিকের বিরুদ্ধে মামলা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৬

টঙ্গীর প্যাকেজিং কারখানা ট্যাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডের ঘটনায় এর মালিকসহ আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহত শ্রমিক মোহাম্মদ হোসাইন জুয়েলের বাবা আব্দুল কাদের পাটোয়ারী রোববার রাতে মামলাটি করেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

ট্যাম্পাকো ফয়েলস কাখানার মালিক সৈয়দ মকবুল হোসেন সিলেট বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য।

এদিকে সোমবার সকালে আরো ২টি মরদেহ উদ্ধারের পর দুপুরে আরো ১টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের সংখ্যা বেড়ে এখন ৩২ হয়েছে।

মামলায় কারখানার মালিক মকবুলের স্ত্রী পারভিনকেও আসামি করা হয়েছে। অন্যান্য আসামিরা হলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, মহাব্যবস্থাপক সফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ব্যবস্থাপক (সার্বিক) সমির আহমেদ, ব্যবস্থাপক হানিফ ও উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন।

ওসি ফিরোজ তালুকদার জানান, ঘটনার পর থেকে কারখানার চেয়ারম্যান (মকবুল) পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।

আরএইচ/

গাফিলতি প্রমাণে শাস্তি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh