• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কিছু লাশের পরিচয় মিলেছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৬

গাজীপুরের টঙ্গীতে ট‌্যাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণে এপর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।

নিহতদের মধ্যে ১৮ জনের লাশ টঙ্গী হাসপাতালে রয়েছে। সাতজনের লাশ রয়েছে ঢাকা মেডিক্যালে।

এপর্যন্ত যাদের পরিচয় জানা গেছে তারা হলেন আনিসুর রহমান (প্রকৌশলী), জয়নাল আবেদিন (অপারেটর), আনোয়ার হোসেন (অপারেটর), রফিকুল ইসলাম (শ্রমিক), শংকর (ক্লিনার), রেদোয়ান (দারোয়ান), জাহাঙ্গীর (নিরাপত্তাকর্মী), হান্নান মিয়া (নিরাপত্তাকর্মী), রাশেদ (রিকশাচালক)। ইদ্রিস, আল মামুন, নয়ন, সুভাষ, জাহিদুল ।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া জানান, হাসপাতালে নারী ও শিশুসহ ১৮ জনের লাশ রয়েছে। এছাড়া আহত ১২ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজে এক নারীসহ সাতজনের লাশ রয়েছে। তাছাড়া ভর্তি রয়েছেন আরো ১৮ জন। এদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, অপারেটর সিরাজগঞ্জের ওয়াহিদুজ্জামান স্বপন (৩৫), হবিগঞ্জের তাহমিনা আক্তার (৫০), আশিক (১২), আনোয়ার হোসেন (৪০) ও দেলোয়ার হোসেন (৫০)।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আহতদের মধ্যে চারজন তাদের তত্ত্বাবধানে রয়েছেন। এর মধ্যে একজনের শরীরের ছয় ভাগ, আরেকজনের আট ভাগ পুড়ে গেছে। একজনের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে।

আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh