• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিস্ফোরণের ঘটনায় ৩টি তদন্ত কমিটি

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫১

গাজীপুরের টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা তদন্তে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুর্ঘটনার পর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে প্রতিবেদন দিতে ১০ কার্যদিবস সময় দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আনিস মাহমুদ জানান, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. বদিউজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহাম্মদ জানান, উপ-মহাপরিদর্শক মো. শামছুজ্জামান ভূইয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh