• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরের কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০২

গাজীপুরের টঙ্গিতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে তেরজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সর্ভিসের ২০টি ইউনিট। পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ট্যাম্পাকো ফয়েল কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

গুরুতর আহত ২০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছেন।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ জানান, প্রথমে অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন মৃত দুজনকে হাসপাতালে আনা হয়। পরে মৃত অবস্থায় আরো আটজনকে আনা হয়।

আগুনের কারণে ধসে পড়েছে ভবনের একাংশ।

কারখানাটির শ্রমিক রুবেল জানান, তারা ভোরে কাজে যোগদানের পর পরই কারখানার বয়লার বিস্ফোরিত হয়।

আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh