• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কুমিল্লায় দগ্ধ ছাত্রীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান নিশা মারা গেছেন। রোববার রাতে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মুজিবুর রহমান নিশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিশা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামের আবুল হাসানের মেয়ে।

গেল ২৩ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুরের ‘প্রশান্তি’ ভবনের হেভেন নামের একটি ছাত্রী নিবাসে রহস্যজনক বিস্ফোরণে ফাহমিদা হাসান নিশার শ্বাসনালীসহ শরীরের ৪৫ ভাগ দগ্ধ হয়।

বিস্ফোরণে নিচতলার জানালার গ্রিল উড়ে যায়, কাচ ভেঙে যায়।

ঘটনার পরদিন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে অজ্ঞাতনামা কয়েকজনসহ তিন ছাত্রীর বিরুদ্ধে মামলা হয়। ফাহমিদা ছাড়া মামলার অপর দুই আসামি নুরুন্নাহার ও মর্জিনা আক্তার।

নুরুন্নাহার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ও মর্জিনা হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এই দুই ছাত্রী গ্রেপ্তার আছেন।

তারা ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।



আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh