• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

মীর কাসেমের দাফন মানিকগঞ্জে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৭

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে মানিকগঞ্জে দাফন করার কথা জানালেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করে বেরিয়ে এ কথা জানান তিনি।

আয়েশা খাতুন বলেন, মীর কাসেমের ভাই মানিকগঞ্জে একটি জমি কিনে রেখেছিলেন। সেখানেই তাকে দাফন করা হবে। এর আগে বিকেল সোয়া ৪টায় মীর কাসেমের সঙ্গে দেখা করার সুযোগ পান পরিবারের ৩৮ সদস্য। সন্ধ্যা পৌনে ৭টায় তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সূতালড়ি ইউনিয়নের মুন্সীডাঙ্গী গ্রামে জন্ম নেন মীর কাসেম আলী। বাবা তৈমুর আলীর চাকরির সুবাদে কাসেমের শৈশব কাটে চট্টগ্রামে। বেড়ে ওঠাও সেখানে। ৭১’ এ মুক্তিযুদ্ধকালীন সময়ে এই চট্রগ্রামেই তিনি মানবতাবিরোধী অপরাধ করেন বলে ট্রাইব্যুনাল ও সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়।

এদিকে মীর কাসেমকে মানিকগঞ্জে দাফন করার খবরে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh