• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অপরাধী ধরতেই ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৪

নগরবাসীকে সার্বিক নিরাপত্তা ও পুলিশি সেবার মান বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভাড়াটিয়া তথ্য সংগ্রহের কাজ করছে বলে জানালেন ডিএমপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। বললেন, অপরাধীকে আইনের আওতায় আনতেই ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হয়েছে।

বৃহস্পতিবার রমনা মডেল থানায় এই ডাটাবেজ সফটওয়্যারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এই ডাটাবেজ দিয়ে অনেক অপরাধীকে সহজেই গ্রেপ্তার করা হয়েছে। চাইলেই কেউ ভুয়া ঠিকানা ব্যবহার করে পালিয়ে থাকতে পারবে না।

আছাদুজ্জামান জানান, এ সফটওয়্যার ব্যবহার করে চুরি, ডাকাতিসহ অনেকগুলো আলামতবিহীন (ক্লুলেস) মামলার রহস্য উদঘাটিত হয়েছে।

এজন্য রাজধানীর প্রত্যেক নাগরিককে তথ্য নিয়ে পুলিশকে সহায়তার অনুরোধ জানান তিনি।

আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh