• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রাণভিক্ষার জন্য যৌক্তিক সময় পাবেন

অনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট ২০১৬, ১৬:৫৪

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী প্রাণভিক্ষার জন্য যৌক্তিক সময় পাবেন। জানালেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

বুধবার বিকেলে কারা অধিদফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজি প্রিজন বলেন, মীর কাসেমকে বুধবার সকাল সাড়ে সাতটায় রায়ের কপি পড়ে শোনানো হয়েছে। তার কাছে প্রাণভিক্ষার বিষয়টি জানতে চাওয়া হয়েছে। তিনি কিছু সময় চেয়েছেন। চিন্তা-ভাবনা করে জানাবেন। আমরাও তাকে কিছু সময় দিচ্ছি।

মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর কোথায় হবে- সে বিষয়ে প্রশ্ন করা হলে আইজি প্রিজন জানান, আলোচনাসাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh