• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শাহজালাল থেকে ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৭, ১৬:৩৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারো আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে মঙ্গলবার আবারো ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করা হয়েছে।

এর আগে গেলো ৯ জুলাই ২টি পিস্তল জব্দ করা হয়। এই অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে এই আমদানিকারক।

আমদানিনীতি আদেশ অনুযায়ী পুরানো ও অকার্যকর অস্ত্র আনার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা আজকের অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।

অস্ত্র পরীক্ষায় দেখা যায়, ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে আজকেরসহ মোট ২১টি অস্ত্র জব্দ হলো।

এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের। এ অস্ত্রগুলোর বিষয়ে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে তদন্ত করা হবে বলেও জানান মহাপরিচালক মইনুল খান।

আর/সি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
ইরানের জব্দ করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাগরিক
ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান
X
Fresh