• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কথিত বন্দুকযুদ্ধে ২ জেএমবি নিহত

অনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট ২০১৬, ০৯:২৩

বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। দাবি পুলিশের দাবি তারা জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য। পুলিশ বলছে, তাঁরা শেরপুরে জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

রোববার দিবাগত রাত তিনটায় দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নলুয়াপাড়া সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত দুজনের মধ্যে একজন জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার খালেদ হাসান ওরফে বদর মামা (৩০)।

তিনি বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামের এনামুল হকের ছেলে।। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৯ বছর।

পুলিশের ভাষ্য মতে, জেএমবির সদস্যরা বিশালপুরে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দু’জন জঙ্গি আহত হন। অন্যরা পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে পিস্তল, চারটি গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন বাবুল আকতার ও আবদুল মোতালেব।

নিহত জঙ্গি খালেদ হাসান দিনাজপুরে দুই মন্দিরে হামলা ও ইতালীয় নাগরিককে হত্যাচেষ্টা মামলার আসামি।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh