• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘গুলশান-শোলাকিয়া হামলায় জড়িত আরো ৮জন শনাক্ত’

অনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট ২০১৬, ১৬:০৪

গুলশান, শোলাকিয়ায় জঙ্গি হামলায় মেজর জিয়া, মারজান ও নিহত তামিম ছাড়া বিভিন্ন পর্যায়ে জড়িত আরো আটজনকে শনাক্ত করা গেছে।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে চারজন এবং শনিবার নারায়ণগঞ্জে নিহত তামিম ছিলেন নব্য জেএমবি’র গুরুত্বপূর্ণ নেতা। এ ধরনের অভিযানের মাধ্যমে নব্য জেএমবিকে দমন করা হবে।

মারজান সম্পর্কে তিনি বলেন, ও খুব মেধাবী, ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী। তামিমের পক্ষে সে বাইরে থেকে নতুন সদস্যদের মগজধোলাই করতো।

শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বাড়ির তিনতলার ফ্ল্যাটে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট। ‘অপারেশন হিট স্ট্রং-২৭’নামের অভিযানে কানাডা প্রবাসী তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন। নিহত অন্য জঙ্গিরা হলেন যশোরের এমএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফজলে রাব্বি এবং ঢাকার ধানমণ্ডির তাওসীফ হোসেন।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh