• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাড়ির মালিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট ২০১৬, ১৪:০১

নারায়ণগঞ্জের পাইকপাড়ার যে বাড়িতে ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ চালানো হয়েছে, তথ্য গোপনের অভিযোগে সে বাড়ির মালিক নুরুদ্দীন দেওয়ানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার রাতে বাড়ির মালিকসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে নয়জনকে ছেড়ে দেয়া হয়। গ্রেপ্তার দেখানো হয় বাড়ির মালিককে। তাঁর বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, শনিবার অভিযানে নিহত তামিম চৌধুরীসহ তিন জঙ্গির নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে সদর থানায় মামলা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বাড়ির তিনতলার ফ্ল্যাটে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট। ‘অপারেশন হিট স্ট্রং-২৭’নামের এ অভিযানে নিহত হন তিন জঙ্গি।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh