• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘জঙ্গিরা ওষুধ ব্যবসার কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিল’

অনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট ২০১৬, ১৭:৪৮

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নুরুদ্দিন মিয়ার বাসাটি ওষুধ ব্যবসার কথা বলে ভাড়া নিয়েছিল তামিম চৌধুরীসহ অভিযানে নিহত জঙ্গিরা।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, এক মাস ধরেই সম্ভবত তারা নারায়ণগঞ্জে ছিলেন।

আইজিপি বলেন, আইনশৃংখলা বাহিনীর সদস্যরা শনিবার ভোরে বাড়িটি ঘেরাও করে ফেলে। এসময় তারা মাইকিং করে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ না করে বেশ কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল সাড়ে ৯টায় আইনশৃংখলা বাহিনীর অভিযান শুরু করে। এতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা অভিযানে তামিম চৌধুরীসহ তিনজন জঙ্গি সদস্য মারা যায়।

তিনি বলেন, নিহত জঙ্গিদের একজনের সঙ্গে রাইফেল ও একজনের সঙ্গে পিস্তল ছিল। তারা লাইফ জ্যাকেট পরেছিলেন।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh