• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গুলশানে অভিযান চলছে

অনলাইন ডেস্ক
  ০২ জুলাই ২০১৬, ০৯:০৪

জিম্মিদশার প্রায় ১২ ঘণ্টা পর গুলশানে হলি আর্টিজান বেকারিতে উদ্ধা্র অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনীর কমান্ডোরা অভিযান পরিচালনা করছেন।.

অভিযানে অংশগ্রহণকারী সেনা সদস্যরা নারী ও শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

তবে কতজনকে জিম্মি করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে প্রায় ৩০ জন রেস্টুরেন্টে জিম্মি রয়েছেন।

এ অভিযানে সেনাবাহিনী ছাড়াও অংশ নিয়েছে নৌবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশর কয়েকশ’ সদস্য।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৭টায় একদল সন্ত্রাসী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে সেখানকার অতিথিরা আটকা পড়েন।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম।

অভিযানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ভেতরে পাঁচজন মারা গেছেন। ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জঙ্গি হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এমকে/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh