• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডিএনএ পরীক্ষায় জঙ্গিদের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
  ২৩ আগস্ট ২০১৬, ১৪:০০

গুলশান হামলায় জড়িত জঙ্গিদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার ডিএমপির মুখপাত্র মাসুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আইনী প্রক্রিয়ার পর পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে। নিহতদের ডিএনএ’র নমুনার সঙ্গে তাদের বাবা-মায়ের ডিএনএ নমুনা মিলেছে।

গেল ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। সেখানে অভিযানের সময় জঙ্গিদের ছোঁড়া বোমা ও গুলিতে নিহত হন বনানী থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারি কমিশনার রবিউল করিম। এছাড়া ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা।

পরদিন যৌথবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ছয়জন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা সবাই জঙ্গি। তবে পরিবারের দাবি, এদের মধ্যে নিহত সাইফুল হলি আর্টিজানের কর্মচারী।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh