• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বসুন্ধরার আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে

অনলাইন ডেস্ক
  ২১ আগস্ট ২০১৬, ১৪:০০

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। পানি ছিটানোর জন্য শপিংমলের চার দিকের গ্লাস ভেঙে ফেলা হচ্ছে।

রোববার সোয়া ১১টার দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। তবে ছয় তলায় জুতার দোকানে আগুনের সূত্রপাত বলে জানা যায়।

শপিংমলের ভেতর থেকে সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। ঘিরে রেখেছেন নিরাপত্তা কর্মীরা। বাহিরে উৎসুক মানুষের ভীড়।

এর আগে ২০০৯ সালে বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ওই অগ্নিকাণ্ডে ৭ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছিলেন।

বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের তৈরি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল৷ এখানে অন্তত দুই হাজার দোকানসহ সিনেমা কমপ্লেক্স, মিনি গেম জোন, কয়েকটি বিশাল হল ও অফিস রয়েছে৷

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh