• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টরের বিরুদ্ধে মামলার সুপারিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মে ২০১৭, ১৯:১৯

ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিসনারকে শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের তদন্তদল।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান। বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা তদন্তদলের দেয়া প্রতিবেদনে প্রিসনারের কার্যক্রমকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়।

গেলো বছরের ২৮ নভেম্বর রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে প্রিসনারের ব্যবহৃত শুল্কমুক্ত সুবিধার গাড়িটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

পরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম পরিচালক মোহাম্মদ সফিউর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। ওই কমিটি দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে প্রতিবেদন জমা দেয়।

আর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh