• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আতিয়া মহলে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৭, ১২:২২

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছেছে।

সোমবার সকালে আতিয়া মহলের অবিস্ফোরিত বোমা ধ্বংস করতে এসেছেন তারা।

গেলো ২৪ মার্চ আতিয়া মহলে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে ঘিরে রাখে পুলিশ। পরে সেখানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযান শেষে এ ভবনের ভেতরে চার জঙ্গির মরদেহ পাওয়া যায়।

তবে আতিয়া মহলের ভেতরে আরো বোমা থাকার আশঙ্কা করায় বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করার কথা ছিল। তবে এতদিনে সে কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত আজ সকালে র‌্যাবের বিশেষজ্ঞ দল বোমা নিষ্ক্রিয় করতে আতিয়া মহলে এসে পৌঁছে।

জানা যায়, আতিয়া মহলের ভেতর নিহত দু’জঙ্গির মরদেহ পড়ে আছে। বোমা বিশেষজ্ঞ দল ভবনটির ভেতরে প্রবেশ করে জঙ্গিদের আশপাশ নিরাপদ ঘোষণা করার পর সেখান থেকে মরদেহ উদ্ধার করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh