• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাসিরপুরের আস্তানায় টানা গুলির শব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট, মৌলভীবাজার

  ৩০ মার্চ ২০১৭, ১৫:০৮

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানায় দু’দফায় টানা গুলির শব্দ শোনা গেছে।

বৃহস্পতিবার সকালে বৃষ্টির জন্য অভিযান বন্ধের পর ফের শুরু হয়। দুপুরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জঙ্গি আস্তানায় টিয়ারশেল ছোঁড়ার খবর পাওয়া যায়। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করছে পুলিশ।

গেলো মঙ্গলবার রাত ও বুধবার ভোর থেকে মৌলভীবাজারের আলাদা দু’বাড়ি ঘিরে রাখে পুলিশ। এদের মধ্যে একটি বাড়ি মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে। অন্যটি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে।

জানা যায়, সীতাকুণ্ড ও সিলেটে জঙ্গি আস্তানার খোঁজ মেলার পর তদন্তে মৌলভীবাজারের এই দু’বাড়ির তথ্য পাওয়া যায়।

এদিকে অভিযানের অংশ হিসেবে বড়হাট ও আশপাশের এলাকার গ্যাস এবং সরকার বাজার এলাকার গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। দু’আস্তানার আশপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারাও

পুলিশ কর্মকর্তারা জানান, বাড়ি দুটির মালিক সাইফুর সাব্বির ও আতব্বর মিয়া নামে দু’ব্যক্তি। তারা একই পরিবারের সদস্য এবং দু’জনেই লন্ডন প্রবাসী।

এদিকে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযান শেষে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh