• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাসিরপুরে 'অপারেশন হিটব্যাক' শুরু, ব্যাপক গোলাগুলি

আরটিভি অনলাইন রিপোর্ট, মৌলভীবাজার

  ২৯ মার্চ ২০১৭, ২০:৪৯

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় 'অপারেশন হিট ব্যাক' নামে অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ছ'টার দিকে এ অভিযান শুরু হয়। এরপর থেকেই ব্যপক গোলাগুলির শব্দ পাওয়া যায়।

জানা গেছে, এ অভিযানে সোয়াট টিমের সঙ্গে সিটিটিসি ইউনিট ও সিলেট রেঞ্জের কয়েকশ' পুলিশ কাজ করছেন। বুধবার বিকেলে ৫টার দিকে সোয়াট টিমের সদস্যরা নাসিরপুরে আসেন। এরপরই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যা সোয়া ছ'টার দিকে অভিযান শুরু হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অগ্রসর হন।

মঙ্গলবার দিবাগত রাতে জঙ্গি আস্তানা সন্দেহে দু'টি বাড়ি ঘেরাও হয়। পৌর এলাকার বড়হাট এবং খলিলপুর ইউপির নাসিরপুর গ্রামের দুটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। ধারণা করা হচ্ছে, দু'টি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক আছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh