• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অভিযান চলছে, থেমে থেমে গুলি-বোমার শব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ২৫ মার্চ ২০১৭, ১৭:৫২

সিলেট মহানগরের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ‘টোয়াইলাইট’ চলছে।

শনিবার সকাল সাড়ে আটটায় মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। শেষ খবর পর্যন্ত জঙ্গি আস্তানা থেকে থেমে থেমে গুলি ও বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে।

এর আগে অপারেশন ‘টোয়ালাইট’ শুরু হবার পর শনিবার দুপুর ১২টার দিকে ওই ভবনে আটকে পড়া ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, আতিয়া মহলে ২৯টি ফ্ল্যাট রয়েছে। বৃহস্পতিবার জঙ্গি সন্দেহে বাড়িটি ঘেরাও করার পর থেকে ফ্ল্যাটের বাসিন্দারা আটকা পড়েন।

পুলিশ জানায়, এ মুহূর্তে ‘আতিয়া মহল’ সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অভিযান চালাচ্ছেন।

পুলিশের ধারণা ভেতরে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ নেতা মাইনুল ওরফে মুসা রয়েছেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই আস্তানায় অন্তত একজন নারী ও একজন পুরুষ জঙ্গি রয়েছেন।

এ অভিযানে সিলেট সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের সহযোগিতা করছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, র‌্যাব, পিবিআই ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বৃহস্পতিবার রাত থেকেই সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান শুরু পুলিশ। মাইকে ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে পুলিশ।

এরপর জঙ্গি দমনের জন্য ঢাকা থেকে শুক্রবার সিলেটে হাজির হয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত টিম। আর শনিবার সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh