• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘মানবিক কারণে হলেও গ্যাসের দাম কমান’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০০

রাষ্ট্রের অর্থনীতির স্বার্থে, জনগণের জীবনমান ও স্বার্থের বিষয়টি চিন্তা করে মানবিক দৃষ্টিতে হলেও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তটি স্থগিত রেখে ও পুনর্বিবেচনা করে দাম কমানোর পদক্ষেপ নিতে সরকারের নিকট জোর দাবি জানালেন লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে নাগরিক কমিটি আয়োজিত অবস্থান ধর্মঘটে তিনি এ দাবি জানান।

আবুল মকসুদ বলেন, গ্যাসের দাম বাড়ানোর ফলে প্রতিটি নিত্যদরকারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বাসাভাড়া, পরিবহন ভাড়া, শিক্ষাখাতসহ সর্বক্ষেত্রে আরো ঊর্ধ্বগতির সৃষ্টি হবে। ফলে সাধারণ জনগণের জীবন-যাপনের ওপর ব্যাপক প্রভাব পড়বে।

তিনি আরো বলেন, আমলারা ও রাজনীতিবিদরা গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে গিয়ে নিয়েছেন। সুতরাং তারা সরকার বা জনগণের ভালো চায় না।

এসময় কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব’র জ্বালানী উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাসদ নেতা খলেকুজ্জামান উপস্থিত ছিলেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh