• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি জাতিকে অপমান করেছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ২১:৫৬

যুদ্ধাপরাধীদের সন্তানদের কমিটিতে স্থান দিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাদের বিচার হয়েছে তাদের সন্তানদের নতুন কমিটিতে স্থান দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় গণভবনে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বঙ্গমাতার জন্মদিনে স্মারকগ্রন্থ ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় : বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব’-এর মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ‘গঠনতন্ত্র উপেক্ষা করে স্বার্থান্বেষীদের জায়গা করে দিয়ে’খালেদা জিয়া তার ‘নীতিহীনতার’পরিচয় দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, যাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার হয়েছে, ফাঁসি হয়ে গেছে তাদের (সন্তানদের) নিয়ে দল গঠন করে কমিটিতে স্থান দেয়। এটা প্রতারণা করা ছাড়া কিছু না।

নতুন কমিটিতে জায়গা পেয়েছেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল আলীমের ছেলে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh