• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৮ ফেব্রুয়ারির হরতালে বিএনপির সমর্থন

আরটিভি অনলাইন রিপোর্ট, ঠাকুরগাঁও

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৭

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম রাজনৈতিক দলের হরতালে বিএনপির সমর্থন আছে। বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি-বাসদ ২৮ ফেব্রুয়ারি আধাবেলা হরতাল করবে। এতে সবার সমর্থন করা উচিত। তাই আমাদের দলের পক্ষ থেকে হরতালের সমর্থন জানিয়েছি।

তিনি বলেন, আমরা সরকারের প্রতি আগেই দাবি জানিয়েছি গ্যাসের বাড়তি মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে। এই দাম বাড়ানোর ফলে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। এমনিতেই প্রতিনিয়ত দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। কিন্তু সাধারণ জনগণের আয় বাড়েনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এখন ভালো নেই। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। গ্যাসের দাম ২২.৭ ভাগ বৃদ্ধি করায় দেশের অর্থনীতির ওপর একটা চাপ পড়বে।

গেলো ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে শুরু হয় তিন দিনের জেলাভিত্তিক ইজতেমা। আজ ছিল এর শেষ দিন। জেলা তাবলিগ জামাত এ ইজতেমার আয়োজন করে।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh