• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এখনো নিয়ন্ত্রণহীন গরুর মাংসের দাম

সেলিম মালিক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪১

গরুর মাংস ব্যবসায়ীদের টানা ৬ দিনের ধর্মঘটে হিতে বিপরীত হয়েছে। দাম তো কমেইনি বরং বেড়েছে। সোমবার শুরু হয় এ বাড়তি দামেই বেচা-কেনা। তা এখনো চলছে। তবে কমেছে ব্রয়লার মুরগির দাম। কিন্তু দাম কমার লক্ষণ নেই মাছের বাজারে।

রাজধানীর বাজার ঘুরে এ হালচাল দেখা গেছে।

গাবতলী পশু হাটে ইজারাদারদের চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবিতে সম্প্রতি ধর্মঘট করেন মাংস ব্যাবসায়ীরা। টানা ৬ দিন ধর্মঘট শেষে বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে গেলো রোববার ধর্মঘট প্রত্যাহার করা হয়। সেই ধর্মঘটে হিতে বিপরীত হয়েছে। বেড়েছে গরুর মাংসের দাম। যা এখনো নিয়ন্ত্রণহীন।

খাসির মাংসের দামে এখনো চাঙা ভাব। বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। তবে ধর্মঘটের সময় হঠাৎ ১০ টাকা বেড়ে যাওয়া ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কমেছে।

শুষ্ক মৌসুমে পুকুর ও নদীতে ধরা পড়ছে প্রচুর মাছ। কিন্তু বাজারে নেই এর প্রভাব। এখনো মাছের দাম কমেনি।

দ্রব্যমূল্যের পারদে ঊর্ধ্বমুখী কাঁচাবাজার। আরো বেড়েছে আলু, করলা, ফুলকপির দাম।

বাজারগুলোতে পণ্যের এমন বাড়তি দাম নিয়ন্ত্রণে যথাযথ মনিটরিংয়ের তাগিদ দিয়েছেন ভোক্তারা।

আরকে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh