• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্যাসের দাম বাড়লে আনুষঙ্গিক খরচ বাড়বে

সোহেল রানা

  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৬

দেড় বছরের মধ্যে ফের গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক বলে মনে করছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের জ্বালানি উপদেষ্টা।

সাধারণ মানুষ বলছেন, গ্যাসের বাড়তি দামের কারণে আনুষঙ্গিক খরচ বাড়বে।

এ ক্ষেত্রে আরো বিবেচনার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংসারের খরচ চালাতে এমনিতেই হিমশিম খেতে হয় নিম্ন আয়ের মানুষদের। তার মধ্যে ফের গ্যাসের দাম বাড়ার ঘোষণা অনেকটা ‘মড়ার ওপর খাড়ার ঘা’র মতো।

২২ দশমিক ৭ শতাংশ হারে দু’ধাপে দাম বাড়ার ঘোষণায় সব ক্ষেত্রেই জীবনযাত্রার খরচ বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, মার্চ মাস থেকে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য গুণতে হবে ৭৫০ টাকা। জুন মাস থেকে সেই চুলারই বিল দিতে হবে ৯০০ টাকা। আর দু’চুলার জন্য মার্চ মাস থেকে গুণতে হবে ৮০০ টাকা এবং জুন মাস থেকে দিতে হবে ৯৫০ টাকা।

এছাড়া যানবাহনে ব্যবহৃত সিএনজি চালিত প্রতি ঘনমিটারে মার্চ মাস থেকে বাড়বে ৩ টাকা। জুন মাসে বাড়বে আরো ২ টাকা।

দেড় বছরের মধ্যে এমন বাড়তি দাম সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা।

তবে শুধু গ্যাসের দাম বাড়া নয়, সার্বিক খরচের চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আর/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh