• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মৌলিক বইয়ে পাঠকের আগ্রহ

অনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪০

অমর একুশে গ্রন্থমেলায় এবার মৌলিক বইয়ের পাঠক ও ক্রেতা বেশি। বই মেলা ঘুরে দেখা গেলো এমনটাই। প্রকাশকরাও জানালেন মৌলিক রচনার ওপর ক্রেতারে আগ্রহের কথা।

কথাপ্রকাশ থেকে প্রকাশিত সৈয়দ শামসুল হকের ‘জন্মান্ধ রমজান’, মুনতাসীর মামুনের ‘মুক্তিযুদ্ধপঞ্জি’, বেগম আকতার কামালের ‘রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা’, সৈয়দ আজিজুল হকের ‘বাংলা কথাসাহিত্যে মানব ভবনা’, মানিক মোহাম্মদ রাজ্জাকের ‘কথা ৭১’, আহমদ রফিকের ‘বাঙলা বাঙালি আধুনিকতা ও নজরুল’, মাসুদ রহমানের ‘আহমদ শরীফ : জীবন ও কর্ম’, এবং ড. আবু মোঃ দেলোয়ার হোসেনের ‘ভাবনায় মুক্তিযুদ্ধ, চেতনায় মুক্তিযুদ্ধ’ বইগুলোর প্রতি পাঠকের আগ্রহ বেশি বলে জানান এ প্রকাশনীর বিক্রয়কর্মী।

এছাড়াও পাঠক সমাবেশ থেকে প্রকাশিত বেশকিছু অনুবাদ গ্রন্থের প্রতি পাঠকের আগ্রহ দেখা গেছে। এবছর প্রকাশিত হয়েছে তাদের ‘প্লেটোর রিপাবলিক এর ভূমিকা’, ‘প্লেটো : সিম্পেজিয়াম’, ‘ইন দ্য লাইফ অফ হোয়াট উই নো।’

বাংলা একাডেমীর অভিধানের পরই জেলাভিত্তি লোকজ সংস্কৃতির বইয়ে পাঠকে আগ্রহ দেখা গেছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh