• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এপ্রিলেই প্রধানমন্ত্রীর ভারত সফর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৪

এপ্রিল মাসের প্রথম দিকে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রটারি এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিকাল ৫টা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আধাঘণ্টার বৈঠক করেন বাংলাদেশ সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শঙ্কর।

নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে আমন্ত্রণে ভারত সফর হবার কথা ছিল ২০১৬ সালের ১৮ ডিসেম্বর। তবে অনিবার্য কারণে ওই সফর স্থগিত করা হয়। এরপর ফেব্রুয়ারির প্রথম দিকে আরেকবার ভারত সফরের কথা হলেও ওই সফর স্থগিত হয়।

এর মধ‌্যে গেলো বছরের অক্টোবরে ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। তবে তা দ্বিপক্ষীয় সফর ছিল না।

দু'দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন জয়শঙ্কর। তিনি চীন থেকে এসেছেন। শনিবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh