• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেলায় কামরুল হাসান দর্পণের 'জলপর্দা'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫

বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক কামরুল হাসান দর্পণের গল্পগ্রন্থ ‘জলপর্দা’। ১৩টি ভিন্ন ধারার গল্প নিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। নান্দনিক প্রচ্ছদ করেছেন মিজান চৌধুরী। পাওয়া যাবে মেলার ৩৯০, ৩৯১ ও ৩৯২ নম্বর স্টলে।

বইটি সম্পর্কে কামরুল হাসান দর্পণ বলেন, জলপর্দা রচিত হয়েছে প্রেম, ভালোবাসা, মানবিকতা মানুষের যে সহজাত বৈশিষ্ট্য তা নিয়ে। চরিত্রভেদে মানুষের মনে এসবের অবস্থানও ভিন্নরূপ হয়ে থাকে। প্রকাশও ঘটে একেক রূপে। ব্যক্ত-অব্যক্ত প্রকাশের মধ্যে যে পার্থক্য, তার মাঝেও অনেক মানুষের বসবাস।

তিনি আরো বলেন, গল্পগুলো প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া, ঘটিতব্য ঘটনার আভাস, বাস্তবতার মধ্যে থেকেই উঠে এসেছে। এতে পাঠক যেমন আনন্দ পাবেন, তেমনই রস আস্বাদন করতে পারবেন।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh