• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিপুল হাসানের ভাবানুবাদে 'নির্বাচিত বব ডিলান'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪০

নোবেল বিজয়ী মার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার বব ডিলানের নির্বাচিত গানের বাংলা ভাবানুবাদ করেছেন সাংবাদিক বিপুল হাসান। বের করেছে দেশ পাবলিকেশন্স। পাওয়া যাবে মেলার ৫০২-৫০৩ নম্বর স্টলে।

বব ডিলান ষাটের দশক থেকেই মার্কন সঙ্গীতের প্রবাদপুরুষ হিসেবে প্রতিষ্ঠিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও তার অবদান অনস্বীকার্য। বব ডিলান পৃথিবীর প্রথম গীতিকার যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

শুরুতে রাজনীতি, সমাজ, দর্শন ও সাহিত্য প্রভাবিত গান গাইতেন ডিলান। পরে আমেরিকান লোকগীতি ও কান্ট্রি ব্লুজ থেকে রক অ্যান্ড রোল, ইংরেজ, স্কটিশ, আইরিশ লোকগীতি, এমনকি জ্যাজ সঙ্গীত, সুইং, ব্রডওয়ে, হার্ডরক এবং গসপেলও গেয়েছেন তিনি।

বিপুল হাসান জানান, বইটিতে বব ডিলানের নির্বাচিত গানের অনুবাদ রয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। আশা করছি, সবাই সাদরে গ্রহণ করবেন।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh