• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শহিদ মিনার থেকে সোজা বইমেলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল থেকেই শহিদ মিনারে ভিড় জমান হাজারো মানুষ। শ্রদ্ধা নিবেদনের পর সবাই ছুটেন বইমেলায়।

বেলা বাড়ার সঙ্গে ভিড় জমতে শুরু করে প্রাণের মেলায়। ছোট বড় সবাই যাচ্ছেন বইমেলাতে।

সরকারি কর্মজীবী কাজী মাহবুব আরটিভি অনলানইকে জানালেন, অন্য দিন সময় পাই না। তাই এদিন সরকারি ছুটি থাকায় পরিবার নিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। আর এর পাশেই যেহেতু বইমেলা, তাই কোনোভাবেই তা মিস করতে চাই নি। বাসায় না ফিরে বইমেলায় ঢুকেছি।

বইমেলায় অন্য দিনের তুলনায় এদিন একটু বেশি ভিড় হয়েছে বলে জানালেন বইমেলার আয়োজকরা। পাঠকদের ভিড়ে মুখর প্রাণের মেলা।

এমনটি জানালেন বই বিক্রেতারাও। বইও বিক্রি হচ্ছে ঢের। তবে বিকেলের দিকে ভিড় আরো বাড়বে বলে আশা করছেন তারা।

বইমেলাতে আনাগোনা রয়েছে শিশুদেরও। আনন্দ সহকারে বই পড়ছেন তারা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh