• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুৎকেন্দ্রে নাশকতা করলে ১০ বছরের জেল

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১৫:১৪

নাশকতার মাধ্যমে বিদ্যুৎ স্থাপনা ( কেন্দ্র, উপকেন্দ্র ও লাইন) বিনষ্ট বা ক্ষতি করলে সর্বনিম্ন ৭ ও সর্বোচ্চ ১০ বছরের জেল দেয়া হবে। একই সঙ্গে ১০ কোটি টাকা পর্যন্তন অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ আইন ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জানান, এই আইনে বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ, বিদ্যুতের ট্রান্সফর্মার, লাইন বা অন্যান্য সরঞ্জাম চুরি ঠেকাতে একটি আলাদা গোয়েন্দা সেল গঠনের কথা বলা হয়েছে।

তিনি আরো বলেন, কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে বিদ্যুৎ চুরি করেছেন বলে গণ্য হবে। এজন্য অনধিক তিন বছর কারাদণ্ড অথবা চুরি করা বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা ৫০ হাজার টাকা (যা পরিমাণে বেশি হয়) জরিমানা করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনা ১৯১০ সালের একটি আইন দিয়ে চলে আসছিল। এখন একটি পরিপূর্ণ আইন করার প্রয়োজনীয়তা অনুধাবন করায় ওই আইনের আদলে এই আইন করা হচ্ছে।

শফিউল আলম বলেন, বিদ্যুৎকেন্দ্রে নাশকতা, ক্ষতিসাধন অথবা এই উদ্দেশে কেউ যদি কোনো হামলা করে তাহলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবেন।

তিনি জানান, এই আইনের আওতায় কেউ দোষী সাব্যস্ত হলে বিচারক তাকে সাত বছরের নিচে কারাদণ্ড দিতে পারবেন না।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh