• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তাঁদের কণ্ঠে একুশের গান

অনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৮

প্রত্যেক মানুষই গান শুনতে বা গানে কণ্ঠ মেলাতে পছন্দ করেন। আর তাঁরা যদি হন রাষ্ট্র ও সরকার প্রধান তাহলে তো কৌতুহলের শেষ নেই। তাঁরা শুধু রাষ্ট্র বা সরকার প্রধান নন। দেশের ১৬ কোটি মানুষের অভিভাবক, একই সঙ্গে ১৬ কোটি মানুষের একজনও।

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, মন্ত্রিপরিষদ সদস্য ও অন্যান্য গণ্যমান্য বক্তিরা একই সুরে গাইলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... গানটি।

ভাষা ও ভাষাশহিদদের প্রতি তাঁদের শ্রদ্ধা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে। দেশের মানুষ পেয়েছেন নতুন প্রেরণা।

সোমবার একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেদির পাশে দাঁড়িয়ে গান গেয়ে সালাম, বরকত, জব্বার, শফিক ও রফিকসহ ভাষশহিদদের শ্রদ্ধা জানালেন তারা।

এসময় তাদের সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা। ছিলেন ঢাকার দুই সিটির মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধানসহ অনেকে।

এইচট/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh