• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উত্তর কোরিয়ার কূটনীতিক বহিষ্কার

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১৪:৪৩

অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উত্তর কোরিয়ার কূটনীতিককে সোমবারের মধ্যে ঢাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। কূটনৈতিক সুবিধার অপব্যবহার করে অবৈধ পণ্য আমদানির অপরাধে তাকে বহিষ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করে স্বর্ণ, মদ, ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ অন্যান্য অবৈধ পণ্য আমদানির বেশকিছু তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। অভিযুক্ত কূটনীতিকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গেল সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল।

চিঠির পরেই এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগেও উত্তর কোরিয়ার কয়েকজন কূটনীতিকের বিরুদ্ধে অনিয়ম ও অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গিয়েছিল। সম্প্রতি উত্তর কোরিয়ার দূতাবাসের নামে আসা একটি কন্টেইনার পরীক্ষা করে প্রায় সাড়ে তিন কোটি টাকা দামের ইলেক্ট্রনিক সামগ্রী, বিদেশি সিগারেটসহ অবৈধ পণ্য পাওয়া যায়। শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গেল মাসে কমলাপুর আইসিডিতে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh