• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৩৫ তম বিসিএস

শূন্য কোটা পূরণ করবে সাধারণ মেধাবীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০২

৩৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটায় শূন্য পদগুলো পূরণ করা হবে ৩৬তম মেধাতালিকায় শীর্ষে থাকা সাধারণ প্রার্থীদের মধ্য থেকে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে হওয়া ৩৫তম বিসিএস পরীক্ষায় অনেক পদ শূন্য আছে। এসব পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। ওই অপূরণ থাকা পদগুলো ৩৬তমে মেধাতালিকায় শীর্ষে থাকা সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে।

তিনি বলেন, এছাড়া প্রাধিকার-কোটার অপূরণকৃত পদ সংরক্ষণের বিধান ৩৬তম বিসিএসের জন্য এককালীন শিথিল করার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh