• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘বিএনপির কমিটি ঘোষণা গঠনতন্ত্রের লংঘন’

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১৩:৫০

বিএনপির নতুন নির্বাহী কমিটি ঘোষণাকে দলটির গঠনতন্ত্রের লংঘন মন্তব্য করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, দলটির গঠনতন্ত্রে ৪৪৮ সদস্যের কথা উল্লেখ রয়েছে। অথচ ঘোষণা দেয়া হল ৫০২ সদস্যের ‘জাম্বো জেট সাইজ’ কমিটি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকীতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে ছাত্রলীগের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অতীতে বহুবার দেশের সংবিধান লংঘন করেছে। এবার লংঘন করল দলের সংবিধান। এ বছরের সেরা তামাশা এটি।

কাউন্সিলের চার মাস ১৬ দিন পর গেল বৃহস্পতিবার ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করে বিএনপি। এতে স্থায়ী কমিটির সদস্য হন ১৯ জন। চেয়ারপারসনের উপদেষ্টা ৭৩, ভাইস চেয়ারম্যান ৩৫ এবং যুগ্ম মহাসচিব সাতজন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh