• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভোটের আগেই নতুন জোট : এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩০

আসছে নির্বাচনের আগেই জাতীয় পার্টির নেতৃত্বে ১০-১৫টি দল নিয়ে নতুন জোট গঠন করা হবে। ওই জোটই ক্ষমতায় যাবে। জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ।

শনিবার দুপুরে বনানী কার্যালয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা সেলিম বেঙ্গলের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, নিজেদের জন্য নয়- দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হবে। অতীতে জাতীয় পার্টি যেমন দেশকে সুশাসন ও সমৃদ্ধি দিয়েছে, আগামীতেও গোটা জাতিকে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিতে পারে। তাই জনগণ এখন জাতীয় পার্টিকেই তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ অনেকে।

এসজে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh