• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১০:৩৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী আজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৩০ সালের এ দিনে জন্ম নেন করেন তিনি। বঙ্গবন্ধুর সব কাজ এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। রাজনীতিতে কখনও সক্রিয় ছিলেন না তিনি। তবে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে ছায়ার মত থেকে তাঁর প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন করছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh